অবতক খবর,৪ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: খামারে ছাগল বেঁধে রাখা ও ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সুদীপ মাঝি, দীনেশ মাঝি, ও শুভদীপ মাঝি ।

ধৃতরা সকলেই মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের সিংহালি গ্রামের বাসিন্দা । মন্তেশ্বর থানা সূত্রে জানা যায় সোমবার প্রতিবেশী হরিসাধন মাঝির ছাগল সুদীপদের জায়গাতেই যাওয়ায় এবং সেই ছাগলের ফসল খায় বলে তাদের অভিযোগ। এ নিয়ে হরিসাধন মাঝির সাথে সুদীপ মাঝিদের কথা কাটাকাটি হয়।

হরিসাধনের অভিযোগ সুদীপ মাঝি তাকে গালিগালাজ করে তার প্রতিবাদ করলে সুদীপ সহ কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। পুলিশ জানায় ঘটনায় আহত হরিসাধন মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে সোমবারই ধৃতদের গ্রেপ্তার গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।