অবতক খবর,২৪ নভেম্বরঃ ছাগলের পরে এবার মুরগি বিতরণ।

পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প মুরগি বিতরণ প্রকল্প।

আজ অর্থাৎ ২৩ /১১ /২০২২ মঙ্গলবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ চত্বরে এক একজনকে দশটি করে, ২৯০ জনকে অর্থাৎ ২৯০০ টি মুরগির বাচ্চা দেওয়া হয়।এই মুরগির বাচ্চাগুলো দেওয়ার মূল মূলত কারণ হলো এই বাচ্চাকে লালন পালন করে বড় করে এই মুরগির মাধ্যমে ব্যবসা করে অর্থ উপার্জন করে যাতে সংসার চালাতে পারে, এটাই হল রাজ্য সরকারের লক্ষ্য।

এদিন মুরগি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাসির উদ্দিন আহমেদ, বি এল ডি ও হিমাংশু পালুই, মৎস্য ও প্রাণি বিকাশ সম্পদ কর্মদক্ষ শেফালী বিবি, খাদ্য দপ্তরের কর্মদক্ষ ফিরোজা বিবি, এল ডি এ সারওয়ার আলাম সহ একাধিক আধিকারিক গন।