অবতক খবর , উত্তর দিনাজপুর : ছট পূজো কে নিয়ে সবরকম বিভ্রান্তি মেটাতে ইসলামপুর আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ইসলামপুর হিন্দি স্কুলে একটি সভা অনুষ্ঠিত হয়। ছট পূজা কমিটির সদস্যরা এবং ইসলামপুর শহর ও এর আশেপাশের বিভিন্ন ঘাট থেকে ছট পুজো যারা করে এই সভায় অংশ নিয়েছিলেন।
আদর্শ সেবা সংস্থার তরফে রতনজয় ঝা এবং রাজু ভগত জানিয়েছিলেন যে করোনার সংকটের মাঝে এবারও প্রতিবছরের মতো এবারও ছথ পূজা করা হবে, তবে করোনাভাইরাসকে সামনে রেখে সরকারের নির্দেশিকাগুলি সম্পর্কে ছাথ ব্রতীদের সতর্ক করতে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সমস্ত দিক নিয়ে আলোচনা করার পরে ছট পূজা কমিটি ইসলামপুর মহকুমা স্বাস্থ্য এবং ইসলামপুর পৌর প্রশাসন এবং ইসলামপুরের এসপির সাথে নির্দেশিকাগুলির সমস্ত দিক জানতে বৈঠক দেখা করবে। প্রশাসন ও সরকারের সমস্ত নির্দেশনা মেনে সমস্ত ছঠ পূজা করা হবে।