অবতক খবর,১৮ নভেম্বর,কলকাতা:আজ ছট পুজো ঘাটে-ঘাটে ছট পুজো করা হয়। বিগত তিন বছর থেকে রবীন্দ্র সরোবর লেক ছট পুজোর জন্য বন্ধ করে দেওয়া হয় কারণ লেকের জল দূষিত হচ্ছে বলে। তার পাশাপাশি কলকাতা কর্পোরেশন এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করা নির্দেশ দিলেন কলকাতা পৌরসভার ফিরাদ হাকিম তিনি জানিয়েছেন আর ঘাটে ঘাটে যেতে হবে না এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করলে তারা নিজেরই এলাকায় ছট পুজো করতে পারবে।
তার পাশাপাশি দেবাশীষ কুমার জানিয়েছেন ঘাট ও কৃত্রিম জলাশয় ১৫০ মতন করা হয়েছে। কলকাতা কর্পোরেশন কৃত্রিম জলাশয় ঘাট তৈরি করা আছে ১৫ টা। এই ১৫ টি জলাশয় কৃত্রিম ঘাট গুলোকে পুজো হয়ে যাওয়ার পর কলকাতা কর্পোরেশন এটাকে ভেঙে ফেলা হবে এমনটাই জানিয়েছেন দেবাশিস কুমার।