আজ চার্লি চ্যাপলিনের প্রয়াণ দিবসঃ আমার শ্রদ্ধা নিবেদন

চ্যাপলিন
তমাল সাহা

চ্যাপলিন! ও চ্যাপলিন!
আমাদের দেশে আজ বড় দুর্দিন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে
তোমার নীরব অথচ বাঙ্ময় অভিনয়
দেখিয়েছিল কত বড় প্রতিবাদী তুমি।
শেষ পর্যন্ত মানব-মানবতার জয়।

আস্ত একটা শরীর ভেবেছে কেউ কোনোদিন
হতে পারে এতো মুক্ত স্বাধীন!
শরীর তো পুরোপুরি শৈল্পিক চেতনায় ঋদ্ধ।
বিশ্বে একক তুমি
সুন্দর পৃথিবী সৃজনে আমাদের করেছো উদ্বুদ্ধ।

এদেশে এখন
জাতিভেদ ধর্মভেদ হিটলারিবাদের
বিপুল আয়োজন।
চ্যাপলিন!
তোমাকে যে আমাদের বড় প্রয়োজন।

আমি অবনত নতজানু
তোমার পায়ের কাছে বসি।
একটি মানুষ! মানুষ নয় যেন
প্রতিবাদ প্রতিরোধে সমৃদ্ধ অসি।