অবতক খবর,১৭ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে ৬০লিটার চোলাই মদ সহ বিভিন্ন জায়গা থেকে তিন চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করে ,মন্তেশ্বর থানার পুলিশ‌। ধৃত মদ কারবারি মহাদেব দাস , মানব ঘরুই এরা দুইজনই নাদন ঘাট থানার নওপাড়া গ্রাম এলাকার বাসিন্দা।

অপরজন সনৎ দাস মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের পশ্চিম খরমপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বরের উত্তরপাড়া মোড় এলাকায় হানা দিয়ে চোলাই মদ ও মোটরবাইক সহ মহাদেব দাস ও মানব ঘরুইকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।

অপরদিকে পাকুরমুড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় হানাদিয়ে চোলাই বিক্রির সময় চোলাই মদ সহ সনৎ দাস কে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ওইসব মদ কারবারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক সহ তিনজনের কাছ থেকে (২০+২০+২০ )প্রায় ৬০লিটার চোলাই মদ। ধৃতদের আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।