অবতক খবর,৫ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃদুর্গাপুজোকে সামনে রেখে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় মন্তেশ্বর থানার পুলিশ।
মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের ফুলগ্রাম এলাকার বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের ফুলগ্রামের এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উত্তম বাগ নামে একজন বেআইনি চোলাই মদ ব্যবসায়ীকে চোলাইমদ সহ ফুলগ্রাম বাজারের মোড় সংলগ্ন এলাকায় সাইকেলে করে বিক্রি করা অবস্থায় ফুলগ্রাম মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃত উত্তম বাগ ফুলগ্রামের বাসিন্দা। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ লিটার চোলাই মদ ও একটি বাইসাইকেল
ধৃত ব্যক্তিকে আজ বৃহস্পতিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।