অবতক খবর,১৬ ফেব্রুয়ারী : চোলাই মদের ঠেকে যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞায়

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা ব্লকের ঝিলেরা গ্ৰামে রমরমিয়ে চলে চোলাই মদের কারবার। আর সেই মদ কিনতে গিয়েই এক যুবককে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, মৃত যুবকের নাম- তাপস ভল্লা,বয়স আনুমানিক ৩০ বছর। মৃতের পরিবারের অভিযোগ, এই গ্রামে দীর্ঘদিন ধরে বাড়িতে বাড়িতে চলে চোলাই মদ তোলার কারবার। আর সেই মদ বিক্রি হয় গ্রামে। সরকারি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই কারবারের সাথে যুক্ত তারাই এই ঘটনা ঘটিয়েছে।

গতকাল রাত্রে এই যুবক মদ কিনতে আসে এই বাড়িতে। তারপরেই মদ না দেওয়ার কারণে বচসা ও পরে যুবককে ব্যাপক মারধর করলে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। আজ বড়ঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোন গ্রেফতারের খবর নেই।