অবতক খবর,৩ জানুয়ারি,নদীয়া,হরিণঘাটা,অর্পণ দাস: গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে চোরসহ একটি মন্দিরে চুরি যাওয়া জিনিস উদ্ধার করল হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন।
নদীয়া হরিণঘাটা থানার অন্তর্গত,দত্তপাড়া এলাকার ঘটনা স্থানীয় এক মন্দির থেকে পুজোর চুরি যাওয়া জিনিস চুরি করা হয় বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দা,ঘটনাস্থলে ওই মন্দিরের পুজোর চুরি যাওয়া সামগ্রী সহ চোরকে ধরে স্থানীয় হরিণঘাটা থানায় নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আর আর কোথায় কোথায় সেই রকম কাণ্ড করেছে পাশাপাশি তো একাধিক অভিনব রয়েছে ওই ধৃত চোরের বিরুদ্ধে।
স্থানীয় হরিণঘাটা থানার প্রশাসনিক সূত্রে খবর।
হরিণঘাটা থানার দত্তপাড়া এলাকায় মন্দির থেকে চুরি হওয়া জিনিস ইতিমধ্যেই চিহ্নিত করেছেন স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি ওই চোরকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় হরিণঘাটা থানা পুলিশ
এবং তাকে কালকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে।