অবতক খবর :: চোপড়া :: ২৪ জুন ::    বুধবার চোপড়ার রহুগছ এলাকায় রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের । রাস্তা আছে, কিন্তু থাকা না থাকা সমান । এমনই অভিযোগ মাঝিয়ালি অঞ্চলের রহুগছ, বেগলুগছ সহ আরো তিনটি গ্রামের বাসিন্দাদের । তাঁদের দাবি, ধিয়াগর পিডব্লিউডি রোড থেকে শুরু করে বেগলুগছ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার মতো রাস্তা । দীর্ঘ দিন থেকে ওই রাস্তাটি খানাখন্দে ভর্তি । বারবার রাস্তা সারানোর দাবি জানানো হয়েছে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিতে । বারবারই “দেখছি দেখব” বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । কিন্তু বাস্তবে কোনও লাভ হয়নি ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১০ বছর যাবৎ রাস্তা সংস্কার বা সারানো হয়নি । পুরো রাস্তাটি খানাখন্দে ভর্তি । একেবারে চলাচলের অযোগ্য । এই রাস্তা দিয়েই ছেলেমেয়েরা পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে স্কুল যাতায়াত করে । কর্মসূত্রে যাদেরকে প্রতিদিন বাইরে যেতে হয় তাঁরাও একই ভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন । গ্রামেরই বাসিন্দা বৈসাখু মোঃ জুমার মোঃ প্রমুখ জানান, “এই রাস্তা দিয়ে এলাকার রেশন দোকান, শিশুশিক্ষা কেন্দ্র , আইসিডিএস কেন্দ্র এবং হাইস্কুলের পড়ুয়াদের নিত্য যাতায়াত করতে হয়। গত প্রায় ১০ বছর ধরে রাস্তা সংস্কারের কোনও কাজ হয়নি। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র বলেও কোনও লাভ হয়নি । এলাকার মানুষ রাস্তা নিয়ে সোচ্চার হলে পঞ্চায়েত থেকে কখনও কখনও বালি দেওয়া হয়। তাও পুরো রাস্তায় নয়। এবারে আমরা প্রধানমন্ত্রী সড়ক যোজনা বা যে কোনও প্রকল্পে রাস্তাটি ঢালাইয়ের বা পিচের রস্তা করার দাবি জানিয়েছি।

” মোঃ জইনদ্দিন বলেন, ” প্রতিবারেই ভোটের সময় এই এলাকায় প্রধান ভোট ইস্যু থাকে এই রাস্তাটি। তাই রাস্তা করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবারই ভোট চান প্রার্থীরা । ভোট পেরোলেই সব প্রতিশ্রুতি ভুলে যায়, তাই এবার গ্রামবাসীরা বেঁকে বসেছেন।” তাদের আরও হুশিয়ারী, আগামী বিধানসভা ভোটের আগে তাদের রাস্তাটি সম্পূর্ণ না হলে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। দলমত নির্বিশেষে এই এলাকার মানুষের এখন একটিই আওয়াজ রাস্তা চাই নইলে ভোট নাই।