অবতক খবর,১ ডিসেম্বর: রাস পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হল ৩ দিনব্যাপি বাউল মেলা । চোপড়ার কাচনাডাঙ্গী এলাকায় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বাউল মেলাটি বসে । কাচনাডাঙ্গী বাউল মেলা কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে এই বাউল মেলার আয়োজন করা হয়েছে। কমিটির সভাপতি কমল সিংহ, অধীর সরকার সহ কমিটির সদস্যরা জানান, রাস পূর্ণিমা উপলক্ষে তিন দিনব্যাপী বাউল গানের আয়োজন করা হয়েছে, শনিবার পর্যন্ত চলবে এই গান । এবারে ১৭ তম বর্ষ ।

বাউল গানে আসার জন্য সকল এলাকাবাসীকে সাদর আমন্ত্রণ জানান কমিটির সদস্যরা । আশেপাশে গ্রামের পাশাপাশি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বাউল গান প্রেমী মানুষজন আসেন গান শুনতে । এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, দলনেতা মোহাম্মদ আজহারউদ্দিন, আসমা তারা বেগম, পঞ্চায়েত সমিতির সদস্য একরামুল হক, সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ, শিক্ষক নিশির বিশ্বাস সহ আরো অনেকে।