অবতক খবর,৩ ডিসেম্বর: খাদ্য সংকট দেখা দিতে পারে এমনটা বলছে বাংলাদেশী দম্পতি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে যেখানে এক সময় প্রতিদিন হাজার থেকে ১২০০ জন পর্যটক সাধারণ নাগরিক ভারতের ঢুকতো কেউ ভ্রমনি উদ্দেশ্যে আবার কেউ চিকিৎসার জন্য এদেশে ঢুকতো সেটা এখন শূন্য বললেই চলে।
যারা ভারতে এসেছিল তারা ভিসার মেয়াদ শেষ হতেই দেশে ফিরছেন বলছেন আপনারা তো সবই জানেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ। কর্মহীনতা আয় কমেছে এবং বাজার হয়েছে অগ্নিমূল্য। যার কারণে যোগান কমেছে খাদ্যে টান পড়বে এমনই জানাবেন বাংলাদেশি দম্পতি সুন্দরী সরকার নির্মল সরকার মেয়াদ এখনো আছে ভয় আতঙ্ক নিয়ে দেশে ফিরতে হচ্ছে পরিবার নিজভূমি রয়েছে বাংলাদেশে তো ফিরতেই হবে।
জানালেন সেদেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি। সময় যদি যাচ্ছে এদেশের ভারতে ডলারের মূল্য কমছে বাংলাদেশের পরিস্থিতি যদি অব্যাহত থাকে বাংলাদেশের ১০০ টাকা এটা আর কয়েক দিনের মধ্যে ভারতে ৫০ থেকে ৬০ এর পৌঁছে যাবে।