অবতক খবর,৯ জানুয়ারি: চেতনাগছে মাটি চাপা পড়ে চার শিশু মৃত্যুর ঘটনায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টের ঘোষিত ক্ষতিপূরণ মিলল বৃহস্পতিবার।প্রত্যেক পরিবারকে এদিন আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ হাজার করে টাকা/চেক তুলে দেওয়া হল। সাংসদের পাঠানো টাকা দলীয়ভাবে এদিন ওই চার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
দেরিতে হলেও সাংসদের প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পাওয়াতে খুশি ওই চার পরিবারের সদস্যরা। তবে এখনো রাজ্যপালের ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। বিজেপি নেতা অসীম বর্মন বলেন, সাংসদ প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণের আর্থিক সহযোগিতা পাঠিয়েছিলেন।
এদিন ওই চার পরিবারকে ডেকে তুলে দেওয়া হল। বিজেপি নেতৃত্বেদের বক্তব্য রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়ে থাকলে সাংসদদের মাধ্যমে বিষয়টি রাজ্যপালের নজরে আনতে বলা হবে