অবতক খবর,৩ মার্চ: পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারী কল্যাণী থানায় একটি চুরির দায়ের হয়। কল্যাণী থানার এএসআই রণজিৎ মাইতি এবং অন্যান্য আধিকারিক ও পুলিশ বাহিনী অভিযান চালিয়ে এই ঘটনায় অভিযুক্ত সানু (১৮)কে গ্রেপ্তার করা হয় কল্যাণী ১৪ নং ওয়ার্ড,আনন্দপল্লী বেদীভবন থেকে।
তার কাছ থেকে পাওয়া যায় এক জোড়া সোনার প্রলেপযুক্ত বালা, এক জোড়া সোনার কানের দুল। অভিযুক্তকে এল. আদালতে প্রেরণ করা হয়েছে।