অবতক খবর,৭ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির কাছ থেকে সাইকেল ও সোনা সহ কিছু চুরির সামগ্রী উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। দিন দুইয়েক আগে মন্তেশ্বরের শাহজাদপুর এলাকার বাসিন্দা ধৃত হাসান মোল্লাকে চুরির ঘটনায় গ্রেপ্তার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ ।
থানা সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে শাহজাদপুরের পার্শ্ববর্তী বিঘা গ্রামে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় মেহের আলী নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগও জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চুরির ঘটনায় হাসান মোল্লার জড়িত থাকার সন্ধান পায়। সোমবার রাতেই অভিযুক্ত হাসান মোল্লাকে এলাকা থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিস ।
সোমবার ধৃতকে কালনা আদালতে পাঠিয়ে চার দিনের পুলিশ হেফাজত নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে একটি সাইকেল ও অল্প কিছু সোনা উদ্ধার করা হয়েছে বলে জানা যায় মন্তেশ্বর থানার সূত্রে । যদি সামগ্রী উদ্ধার হাওয়ায় তিন দিনের মধ্যেই অভিযুক্ত কে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।