অবতক খবর,৫ নভেম্বর: চুঁচুড়ায় স্যানিটারি ন্যাপকিন কারখানায় আগুন,দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে,চুঁচুড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড চৌমাথা এলাকায় একটি স্যানিটারি ন্যাপকিন কারখানায় আগুন লাগে।নিমাই লাহার বাড়ির দোতলায় এই কারখানা।আজ সকালে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা।চুঁচুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।কারখানার ভিতরে তুলো প্লাস্টিকের মত অনেক দাহ্য জিনিস মজুত ছিল।সব পুরে যায়।চৌমাথা শহরের ঘিঞ্জি এলাকা হওয়ায় একেবারে ঘটনাস্থলের কাছে দমকল পৌঁছাতে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়।চেয়ারম্যান বলেন,কি থেকে আগুন লেগেছে তা দমকল বলতে পারবে।তবে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা যে ভাবে ঝাঁপিয়ে পরে নেভানোর কাজে হাত লাগিয়েছে তা প্রসংশা যোগ্য।
কারখানার কাছেই একটি পুকুর থেকে পাম্প চালিয়ে জল তুলে আগুন নেভানো হয়।এতেই বোঝা যায় শহরে জলাশয় থাকাটা কত জুরুরি।
দমকল আধিকারীক প্রবীর বোস জানান,সম্ভবত শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।স্যানিটারি ন্যাপকিন কারখানায় সবটাই দাহ্য।দমকল কর্মিরা স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে।