অবতক খবর :: শিলিগুড়ি :: চীনের হামলাতে মৃত ভারতীয় জোয়ান,আর তারই রেশ চলছে চীনা সামগ্রী বর্জনের। বাগডোগরা এয়ারপোর্ট মার্কেটের ব্যবসায়ীরা প্রতিবাদে সামিল হন। দোকানে থাকা সমস্ত চিনা সামগ্রী ফেলে দিয়ে সেগুলিতে আগুন জ্বালিয়ে দেন। পাশাপাশি আগামীতে চিনা সামগ্রী বিক্রি করা হবেনা বলে জানিয়ে দেন ব্যবসায়ীরা।
এদিন ব্যবসায়ী বাবু সরকার জানান, যেভাবে চিন ভারতীয় সেনার উপর হামলা করেছে তা অনৈতিক। চিন বহুভাবে আমাদের উপর নির্ভরশীল। তাই চিনা সামগ্রী বয়কট করে আমরা প্রতিবাদ দেখাচ্ছি। এখন থেকে কোনও দোকানে চিনের তৈরি কোনো সামগ্রী রাখা হবেনা,যারা রাখবেন তাদের সমাজ থেকে বাইরে রাখা হবে।