অবতক খবর :: শিলিগুড়ি :: বদলাতে পারে নাম,এমনকি নাও রাখা হতে পারে জিনিস। গতকাল চীনের জঘন্য আক্রমনে কুড়িজন ভারতীয় সৈন্যের প্রান হারানোটা কিছুতেই মানতে পারছেন না শিলিগুড়ির হংকং মার্কেটের ব্যাবসায়ী সমিতি।
ব্যাবসায়ী সমিতির প্রধান কর্তাদের মতে এতদিন মার্কেট চলছিলো হংকং নাম দিয়ে, কিন্তুু যখন দেশের ব্যাপার সামনে আসছে তখন তো অন্যরকম সিদ্ধান্ত নিতেই হবে। তারা জানিয়েছেন ভবিষ্যতে তারা এই সব চীনের জিনিস নাও রাখতে পারেন, এবং এই হংকং মার্কেটের নামেরও পরিবর্তন করতে পারেন।