অবতক খবর,২৯ নভেম্বর: সাম্প্রতিক বাংলাদেশে ইসকনের সনাতনী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তর ২৪ পরগণা জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো । নৈহাটি সিপিএম এরিয়া লোকাল কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে অরবিন্দ রোড হয়ে গিয়ে স্টেশনে সম্মুখে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে তো ফেডারেশনের নেতৃত্ব সহ কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ২৪ জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ কর বলেন অবিলম্বে বাংলাদেশ সরকার কে হিন্দুদের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে হবে।