অবতক খবর,২৬ ফেব্রুয়ারি: এবার সংগীতের জগত পুরোপুরি উদাস হয়ে গেল। চলে গেলেন পঙ্কজ উদাস। গজলে তার সেই কথা সেই ধ্বনি সেই সুর নিশ্চিত আমাদের হৃদয়কে মথিত করে রাখতো। মিঠে হৃদয় ছোঁয়া গলায় তার গায়কী কে ভুলতে পারে? এই যে গজলের পংক্তিমালা চান্দি য্যায়সা রং, থোড়ি থোড়ি পেয়ার করো বা দিওয়ারোসে মিল কর রোনা, না কাজরে কি ধার– এসব গজল কেউ ভুলতে পারবে?

তিনি প্লেব্যাক সিঙ্গারও ছিলেন। ‘নাম’ চলচ্চিত্রে ‘চিঠ্ঠি আয়ি হ্যায়’ গানটি রীতিমতো হিট হয়েছিল। তিনি তার গায়কী শৈলীর জন্য পদ্মশ্রী সম্মানে বিভূষিত হয়েছিলেন। শ্রোতাকে রীতিমতো নেশা ধরিয়ে দিতে পারতেন তিনি। বাঙালি শ্রোতাদের কাছে তার একটি নির্দিষ্ট আসন ছিল।

দীর্ঘ অসুস্থতায় ভুগছিলেন। বোম্বাই য়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি প্রয়াত হলেন আজ ২৬ ফেব্রুয়ারি।