অবতক খবর,৫ মার্চ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভয়াবহ পথদুর্ঘটনা। জঙ্গিপুর হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী স্ত্রীর। কোনরকমে প্রানে বেঁচেছেন কোলে থাকা ছোট্ট শিশু।
মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুর সংলগ্ন মঙ্গলজোন জাতীয় সড়ক এলাকায়। এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।