অবতক খবর,৪ জানুয়ারি: চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা এক বেসরকারি নার্সিং হোমে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। মৃত ওই প্রসূতির নাম জোসনা খাতুন (২৫) বাড়ি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকালে প্রসব যন্ত্রণায় ওই প্রসূতিকে রামগঞ্জের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সন্ধ্যায় সিজার করার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। গভীর রাতে ওই প্রসূতিকে শিলিগুড়ি মেডিক্যালে রেফার করে নার্সিং হোমের চিকিৎসকরা। এরপর পরিবারের লোকজন শিলিগুড়ি এক নার্সিং হোমে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই ওই প্রসূতির মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন ওই নার্সিং হোমের সামনে এম্বুলেন্সে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুর করে।

ঘটনার জেরে নার্সিং হোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।
তবে এই বিষয়ে রামগঞ্জ একনং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামালুউদ্দিন হলে জানান এটা আমাদের রামগঞ্জের দুর্ভাগ্য বিষয়। যদি নার্সিংহোম প্রতিপক্ষ পরিকাঠামো ঠিক না থাকে তাহলে নার্সিংহোম করছে কেন। এটা নিয়ে আমরা প্রশাসনকে জানাবো না হলে তাদের নার্সিংহোম বন্ধ করা হোক বলে জানান তিনি।