অবতক খবর,২৬ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর,এগরা:– চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, দিন কয়েক আগে গলায় ঘা, জন্ডিস রোগে আক্রান্ত হয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন এক গৃহবধূ। তারপর আজ সোমবার রাতে ঐ গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো হাসপাতাল চত্বর কান্নায় ভেঙে পড়ে। মৃতার পরিবার সহ আত্মীয়রা। এর পরেই মৃতার পরিবারের সদস্য এবং কিছু লোক পুরো হাসপাতাল চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবী, চিকিৎসার ভুলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর পরেই ঘটনা স্থলে আসে এগরা থানার পুলিশ। কার্যত পুলিশের সামনে মৃতার পরিজনেরা মাটিতে শুয়ে কান্নায় ভেঙে পড়ে। মৃতার স্বামী ও শশুর শোকে শোকাস্তব্ধ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ঋতুরানী মান্না (২২), বাড়ি এগরা থানার বিন্ধা গ্রামে। তবে, এই ঘটনার পর খোদ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন! অনেকেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের উদাসীন তাকেই দায়ী করেছেন। এদিন এই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর সরকারি হাসপাতালে উর্দ্ধতন কতৃপক্ষের দেখা মেলেনি। ফোনে যোগাযোগ করা হলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।