অবতক খবর,২২ ডিসেম্বর: চিকিৎসকের গফিলতির কারণে শিশুর মৃত্যু এমনটাই অভিযোগ । উক্ত ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য । ঘটনা সম্পর্কে জানা গেছে,শিলিগুড়ির বিধান রোড সংলগ্ন স্টেডিয়াম পার্শ্ববর্তী একটি নার্সিংহোমে একটি শিশুটির মৃত্যু হয়। শিশুটির পরিবারের লোকজন জানিয়েছেন, শারীরিক অসুস্থতা গুরুতর হবার কারণে শিশুটিকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে নার্সিংহোমে ভর্তি করার পরে কিন্তু চিকিৎসক সঠিক সময়ে তাকে দেখতে পর্যন্ত আসেননি।
শিশুটি জন্মের পর থেকেই যে চিকিৎসকের নজরদারিতে ছিল তার কাছেই ভর্তি করা হয়েছিল ওই নার্সিংহোমে।

গতকাল রাতে শিশুটির গুরুতর অসুস্থ হয়ে পড়ে ,ওই শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা নার্সিংহোমে ভর্তি করার পর আজ সকালে মৃত্যু হয় শিশুটির। শিশুর পরিবারের লোকজনের অভিযোগ রয়েছে নার্সিংহোমে ভর্তি করবার পরেও চিকিৎসক একবার শিশুটিকে দেখতে আসেননি। পাশাপাশি তারা আরও অভিযোগ করেছেন যখন চিকিৎসক দেখতে আসতে পারবেন না তাহলে শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হলো কেন?

পরিবারের লোকজন এই বিষয়ে জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে, তারপর ভুটিয়া মার্কেট সংলগ্ন একটি ওষুধের দোকানে নির্দিষ্ট ওই চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের কথা অনুসারে পার্শ্ববর্তী ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। তবে শুক্রবার সকালে সব শেষ। শিশুটির পরিবারের অভিযোগ জানান নার্সিং হোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে । চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে খোভে ফেটে পড়েন তারা এরপর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর শিলিগুড়ি থানার পুলিশের কাছে পৌঁছানোর পর ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। ‌ পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করছে শিলিগুড়ি থানা।