অবতক খবর,৫ এপ্রিল:  শুক্রবার মধ্য রাতে বিকট শব্দ শুনে চিংড়িঘাটা উড়ালপুলের আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখে উড়ালপুলের হাইট বারটি ভেঙে পড়ে রয়েছে। শুক্রবার মধ্য রাতে এই ঘটনার জেরে তীব্র যানজট এর সৃষ্টি হয় চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার রাস্তায়।

পুলিশের পক্ষ থেকে সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে হাইড বার ভেঙ্গে পড়ল.. আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে.. এলাকা বাসিরা বলছেন তারা আতঙ্কে রয়েছেন মাঝে মধ্যে এই হাইট বার ভেঙ্গে পড়ে..