অবতক খবর,৩ মার্চ:  চা বাগান দখল নিয়ে আবারও উত্তেজনা চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ গ্রাম এলাকায়। জানা গেছে উল্লেখিত প্রায় তিন বিঘা চা বাগান দীর্ঘ কয়েক বছর ধরে ভোগ দখল করে আসছেন খুজালু গছের বাসিন্দা বিষ্ণু পদ বৈরাগী ।

এদিন এক পক্ষ অর্থাৎ মইনুল পক্ষ জানিয়েছেন যে আমাদের পাট্টার জমি যা বর্তমান L R রেকর্ড রয়েছে । সেই জমি বিষ্ণুপদ বৈরাগী কে চা বাগান করতে দেওয়া হয়। এবং সেই মোতাবিক উল্লেখিত জমিতে তিনি চা বাগান করিয়ে এতদিন ভোক দখল করছিলেন। তবে বর্তমানে সেই জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করছেন মইনুল পক্ষের লোকজনেরা। মইনুল পক্ষের লোকজনের দাবি আমরা বিষ্ণুপদ বৈরাগী কে চা বাগানের জন্য জমি দিয়েছিলাম অন্য কারো কাছে বিক্রি করার জন্য দে নি। বা বিক্রি করলেও আমরাই নেব এমনটাই আমরা বলেছিলাম বিষ্ণুপদ বৈরাগী কে ।

কিন্তু বিষ্ণুপদ বৈরাগী সেই জমি বিক্রি করে দেন গেন্দাগছ গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের কাছে। এককথায় জমি নিলে আমরাই নিব এমনটাই দাবি করেছেন মইনুল পক্ষের লোকজনেরা কেননা তাদের পার্টটার পাশাপাশি LR রেকর্ড রয়েছে বলে জানান তারা। এদিকে ওবায়দুর রহমানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কিছু মন্তব্য করতে চাননি। তবে বিষ্ণুপদ বৈরাগী জানিয়েছেন উল্লেখিত সেই জমি আমি ৯৯ বছরের জন্য লিজ হিসেবে নিয়েছিলাম।

আমি মাত্র কুড়ি থেকে ২৪ বছর সেই জমি ভোগ দখল করেছি। এখন আমার শরীর অসুস্থতার কারণে আমি খুঁজালুগছ থেকে দাসপাড়ার গেন্দা গছে যেতে অসুবিধা হচ্ছে। তাই আমি সেই চা বাগান ওবায়দুর রহমানের কাছে লিজ হিসাবে দিয়েছি। এখন মইনুল পক্ষ যদি সেই জমি চাই তাহলে অবাইদুরের কাছেই চাইতে হবে বলে জানিয়েছেন বিষ্ণুপদ বৈরাগী।