অবতক খবর , অভিষেক দাস,মালদা:- মোটরবাইক এবং চারচাকার জাইলোর সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের । মৃতদের মধ্যে একজন  মোটরবাইকের চালক এবং দুই আরোহী। রবিবার রাত একটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানার মালদা বালুরঘাট রাজ্য সড়কের জামডাঙা এলাকায়।

 

এই দুর্ঘটনার পর রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে গাজোল থানার পুলিশ। ততক্ষনে স্থানীয় গ্রামবাসীরা মোটরবাইকের মৃতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে । চার চাকার সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যায় বাইকটি।

এই ঘটনায় চার চাকার জাইলো গাড়িটিও আটক করেছে গাজোল থানার পুলিশ। ওই চার চাকার গাড়ির চালক অন্যান্য যাত্রীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত মোটরবাইক চালকের নাম সুরজিৎ রায় (১৫) এবং দুই আরোহী কালিপদ  তুরি (২১) এবং উজ্জ্বল পাল (২৪)।  এদের বাড়ি গাজলের পাঁচপাড়া এবং বেলাডাংগি এলাকায়।