অবতক খবর,৪ এপ্রিল:  এলাকাবাসীদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লকের সাহাপুর দুই পঞ্চায়েতের গোয়ালপোখর থেকে চাকুলিয়ার মধ্যে এক বক্স কালভার্ট সেতুর নির্মাণকাজের শিলান্যাস করা হল বৃহস্পতিবার। এদিন এই সেতুর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক মিনহাজুল আরফিন

আজাদ, জেলা পরিষদের প্রতিনিধি সাঈদ সিদ্দিকী, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা। মূলত বিধায়কের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দকৃত ২কোটি ৮২লক্ষ টাকায় ৬০মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে। এই সেতুর নামকরণ করা হয়েছে মিলন সেতু। এই সেতুটি নির্মাণের ফলে গোয়ালপোখর থেকে চাকুলিয়া যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে এলাকাবাসীদের।