অবতক খবর,২৫ জানুয়ারি: নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে দুই অভিযুক্ত কে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। এরা দুজন বরুণ সরকার এবং অনন্ত মন্ডল ।
এরা দুজনেই চাকরি দেওয়ার নাম করে লক্ষ টাকা আত্মসাৎ করে চাকরি না দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ।
এ বিষয়ে অভিযোগকারী চাকরি প্রার্থীরা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর ভাটপাড়া থানার পুলিশ এই দুই অভিযুক্ত কে গ্রেফতার করে।বরুন সরকারের বাড়ি কাঁকিনাড়া মাদ্রাল এলাকায় ও অনন্ত মন্ডল আমডাঙ্গা এলাকার বাসিন্দা।