অবতক খবর,৩ মে: চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান। যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে, পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেট করে আটকানোর চেষ্টা করে। সেখানেই পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি।
পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেট ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয়। এই মুহূর্তে এসএসসি ভবনের সামনের চলছে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায়।