অবতক খবর,৩১ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ব্লকের দেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাননীযা সর্ববাণী দত্ত মহাশয়ার আজ চাকরির জীবনের অবসর গ্রহণের জাতীয় সংগীতের, বিদ্যালয়ের মনীষীদের পথিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নাচ গান আবৃত্তি, সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চোখের জলের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হিল্লাল বন্ধু, ও জামনা অঞ্চলের উপপ্রধান মোহাম্মদ আলী সহ আশপাশের স্কুলের শিক্ষক , শিক্ষিকা, এলাকার বিশিষ্ট গুণীজনেরা সহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার ছাত্র-ছাত্রীসহ আরো অনেকে।বিদ্যালয় এর প্রধান শিক্ষক নির্মল মন্ডল , বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হিল্লোল বন্ধুরা জানান আজকে আমাদের উচ্চ বিদ্যালয়ের দায়িত্বশীল,ছাত্রদরদী, নিষ্ঠাবান , এমন একজন শিক্ষিকাকে সরকারি নিয়ম অনুযায়ী কর্মজীবনের অবসর গ্রহণের বিদায় চোখের জলের মাধ্যমে জানাতে হচ্ছে।
এই শিক্ষিকা একজন ভালো মনের মানুষ ছিলেন, কর্মজীবনে আমরাও উনার কাছ থেকে অনেক সহযোগিতার পেয়েছি ,তাই শিক্ষিকা সর্ববাণী দির বিদায় সংবর্ধনা নেওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়ের মেধা ছাত্র-ছাত্রীদের ক্লাসিপের জন্য বিদ্যালয়কে এক লক্ষ হাজার টাকা দান করায় আমরাও গর্বিত বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা । কর্ম জীবন থেকে আজ বিদ্যালয় থেকে
অবসর গ্রহনের বিদায় নেওয়া বিদ্যালয়ের সহ সরকারি শিক্ষিকা সর্ববাণী দত্ত মহাশয়া জানান আজ আমার বিদায় সংবর্ধনায় এলাকাবাসী থেকে ছাত্র-ছাত্রীর ও বিদ্যালয়ের শিক্ষক সহ আশপাশের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সহযোগিতা বা ভালোবাসা ও সমাদর পাওয়ার জন্য আমিও খুশি,গর্বিত বলে জানান বিদায়ী শিক্ষিকা।