অবতক খবর :: নদীয়া :: নিজের মা কে দা দিয়ে কুপিয়ে খুন ছেলের। ছোট ভাই এর বৌ ঠেকাতে গেলে তাকে ও কোপালো। এলাকার মানুষ প্রথমে হততম্ব পরে এই কুসন্তান কে পিটিয়ে চাকদহ থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটে নদিয়া চাকদহ থানার একান্ন নম্বর রেলগেটের কাছে সাহা পাড়ায়।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। এমনই অভিযোগ করে বাড়ির বড় বৌ বিথিকা বিশ্বাস বলেন, মার কাছে ভাত খেতে চাই। ভাত খাওয়ার নাম করে যেই আমার মেজো দেওর সুকুমার বিশ্বাস ঘরে ঢুকে শিকল তুলে দেয় ব্যাগ থেকে দাঁ বের করে মা কে কোপাতে থাকে সেই দেখে আমি চিৎকার করি বেড়িয়ে আসে আমার ছোট জা দেবীকা কে ও কোপাই আমার চিৎকারে পাড়ার লোক ছুটে আসে এসে আমার খুনে দেওর ধরে ফেলে।
আমার শ্বাশুড়ী নির্মলা বিশ্বাস ও জা কে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানেই আমার শ্বাশুড়ী নির্মলা বিশ্বাস মারা যায়। তার বয়স হয়েছিল ৫৮বছর রেল লাইনের পাশে ভাঙরির দোকানে কাজ করে সংসার চালাতো। আমার ছোট জা দেবীকা কে আশংকা জনক কল্যানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পাড়ার মানুষ মেরে সুকুমারকে চাকদহ থানায় তুলে দেয়। বর্তমানে চাকদহ থানার তত্বাবধানে কল্যানী মেডিকেল হাসপাতালে ভর্তি আছে আশংকা জনক অবস্থায়।