অবতক খবর,২ সেপ্টেম্বরঃ চাঁদের পর এবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি ইসরোর। প্রতিবারই এইরকম ঐতিহাসিক মুহূর্ত আরো ভালোভাবে বাঙালিকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন রকম মডেল তৈরি করেন, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে।

যার ফলে, আজ অর্থাৎ শনিবার সকাল 11 টায় ভারতের মহাকাশ বিজ্ঞানের এই ঐতিহাসিক দিনটিকে স্মরনীয় করার জন্য বিশেষত ছাত্র ছাত্রীদের কাছে এই বিষয়টা খুব সহজ ভাবে তুলে ধরার জন্য আদিত্য L1 এর একটা মডেল তৈরি করল ভারতের প্রাচীনতম মিউজিয়াম।