চলমান সময়ের লিখন
তমাল সাহা
১)আফিমখোর কমলাকান্ত উবাচ
কমলাকান্ত বলেন,
আমিও তো লিখিয়াছি বিড়াল চোর–
এমন অনেক ব্যাপার-স্যাপার।
তবে কখনো দেখি নাই এমন চোরেদের দল
এক চোর আরেক চোরকে করে বহিষ্কার!
এক চোর তো হইয়াছিল একদিন বহিষ্কৃত।
সে তো এখন দেখি দলের মুখপাত্র– পুরস্কৃত:
২) বাংলা
বাংলা খবর
বাংলার খবর
বাংলার মদ
বাংলার বদ
বাংলার টাকা
বাংলা ফাঁকা
বাংলার কলঙ্ক
মন্ত্রীর পালঙ্ক
বাংলার অপমান
ক্ষমা করে দাও,
ক্ষমা করে দাও,
হে ভগবান!
৩) ষড়যন্ত্র
ষড়যন্ত্র অর্থাৎ ষট্ প্লাস যন্ত্র অন্যদিকে ষট্ মানে ছয়–
ছয়টি যন্ত্রের সমাহার।
হা হা বাংলা শব্দের কি বাহার!
হে পার্থ! বলে দাও ত্বরা
এই ছয়টি যন্ত্র কারা?
কারা এতোদিন দিচ্ছিল পাহারা!
চক্রান্ত যদি হয় চক্র প্লাস অন্ত
তবে এই চক্রের অন্তে কে?
দেরি করিস না পার্থ!
শ্রীকৃষ্ণ কহে, দে! দ্রুত বলে দে!