অবতক খবর,১১ ডিসেম্বর,জলপাইগুড়ি,কনক অধিকারী:চলন্ত লরির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির হলহলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক ব্যক্তি ছোট গাড়িতে করে এসে জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে রেখে আচমকা পাথর বোঝাই একটি চলন্ত লরির সামনে ঝাঁপ দেয়। লরি চালক তাকে বাঁচানোর চেষ্টা করে জাতীয় সড়ক থেকে গাড়ি নিচে নামিয়ে দেয়। তা সত্ত্বেও ওই ব্যক্তিকে সজরে ধাক্কা মারে ।তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর ওই ব্যক্তিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। দুটি গাড়িকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ওই কেন এদিন এমন ঘটনা ঘটালেন তা এখনও স্পষ্ট নয়।