অবতক খবর,১লা জানুয়ারি: বর্ষবরণের গভীর রাতে বৈদ্যুতিক পোস্টে বেপরোয়া বেগতিক চলন্ত গাড়ির ধাক্কায় ভাঙল বিদ্যুতের পোস্ট। রাস্তায় পোল ভেঙে পড়লে বুধবার সকালে থেকেই সাধারণ মানুষ যানবাহন চলাচলে অসুবিধায় নাকাল পথচলতি মানুষের।

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে বহু মানুষ। ঘটনাটি ঘটেছে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের নেতাজী সুভাষ রোডে। বাসিন্দারা জানান অনুমান মদ্যপ অবস্থায় বড় গাড়ি সজোরে ধাক্কা মারে বৈদ্যুতিক পোস্টে রাস্তায় বৈদ্যুতিক পোস্ট ভেঙে পড়লে চরম বিপত্তি মানুষের।কোন হতাহত খবর নেই। খবর যায় স্থানীয় বিদ্যুৎ দফতর পুলিশ প্রশাসনের কাছে।