নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৯শে,নভেম্বর :: চুঁচুড়া :: চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় সিনিয়র ফুটবল লীগের ডি-গ্রুপের বয়েজ এ্যাথ্লেটিক ক্লাব বনাম সুনীল সংঘ-এর খেলা আজ শহীদ কানাইলাল ক্রীড়াঙ্গনে,(কুঠির মাঠে) অনুষ্ঠিত হয়েছে ৷
বয়েজ এ্যাথ্লেটিক ক্লাব ৫—০ গোলে সুনীল সংঘকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বয়েজ এ্যাথ্লেটিক ক্লাবের তপন নায়েক।