অবতক খবর,৩০ অক্টোবর: চন্ডীতলা ব্রাহ্মণডাঙ্গা লোহার পোলের ধার থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশু কন্যা সন্তানের মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ।
আজ সকালে পথচারী দেখতে পায় একটা সদ্যোজাত বাচ্চা লোহার পোলের পাশের খালে পড়ে আছে তিনি সঙ্গে সঙ্গে খবর দেন চন্ডীতলা থানায়। তৎক্ষণাৎ পৌঁছায় চন্ডীতলা থানার পুলিশ। পুলিশ গিয়ে উদ্ধার করলে দেখা যায় যে সেই দেহটি একটি সদ্যোজাত কন্যা সন্তানের।
খবর পেয়ে পৌঁছন চন্ডীতলা দু’নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ অনাথ ঘোষ মহাশয় জানান যে তিনি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছেন যে একটা শিশু জন্মানোর আগেই তাকে শেষ করে দেয়া হলো, শিশুটির কি অপরাধ ছিল? পৃথিবীর আলো দেখার আগেই তাকে শেষ করে দেয়া হলো।
তিনি আরো জানান যে হাজার হাজার মা একটা বাচ্চার জন্য পাগল হয়ে যান যে তাদের একটা বাচ্চা হোক এই চিন্তা করে। আর এই বাচ্চাকে হওয়ার আগেই মেরে ফেলে দেয়া হলো। এটা মোটেই কাম্য নয়, এটা মোটেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন যে প্রশাসনের দরকার এদিকে নজর দেওয়া। যেসব মানুষ এইরকম ঘটনা ঘটিয়েছেন তাদের ধরে কঠোরতম শাস্তি দেওয়া। তিনি দাবি জানান যারাই ঘটনা ঘটিয়েছে প্রশাসন তাদের যেন ফাঁসি দেয়।