অবতক খবর,২ মার্চ : চন্ডীতলার কলাছড়ায় পথ দুর্ঘটনা গুরুতর যখন দুই বাইক আরোহী।
আহতদের নাম সেখ হাসিবুর রহমান ও
সেখ ফারাজ।
ফুরফুরা রামচন্দ্রপুর এলাকায় তাদের বাড়ি।
সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে নিউ ব্যারাকপুরের দোকানে কাজে যাচ্ছিলেন তারা।
অহল্যাবাঈ রোড কলাছড়ায় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে সামনে এসে পরা একটি চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাইকের।
দুজনকেই উদ্ধার করে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কলকাতা রেফার করা হয়।