অবতক খবর,২৫ নভেম্বর: কলকাতা পুরনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়ে আগামী ১৯ ডিসেম্বর পুরভোট হবে কলকাতায়। ২২ ডিসেম্বরের মধ্যে হতে পারে গণনা। কারণ, বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে কলকাতার পুরভোট ১৯ ডিসেম্বর হলেও হাওড়ার ভোটের ঘোষণা এখনও করা হয়নি।

সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ ডিসেম্বর (রবিবার) কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ভোটগ্রহণ হবে। তবে যথারীতি ভোটগণনার দিন বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। সূত্রের খবর, ১ ডিসেম্বর হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। পরদিন স্ক্রুটিনি হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ২১ ডিসেম্বর ভোটগণনা হবে। পুরো ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে। আজ থেকেই কার্যকর হতে চলেছে আদর্শ আচরণবিধি।

উল্লেখ্য, বুধবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে যায় পুরভোট সংক্রান্ত মামলার শুনানি। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির কথা থাকলেও তা আজ হয়নি। সূত্রের খবর, সেই পরিস্থিতি আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন কমিশনের আধিকারিকরা। আইনজ্ঞরা জানান, যেহেতু কলকাতা পুরভোট নিয়ে কোনওরকম বাধানিষেধ জারি করেনি হাইকোর্ট, তাই বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে কোনও সমস্যা নেই।