অবতক খবর :: শিলিগুড়ি :: ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু এক কিশোরের। কিশোরের নাম সানি ভূজেল। ঘটনাটি ঘটেছে হায়দারপাড়াতে।
স্থানীয় সূত্রে খবর, এদিন বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াচ্ছিল ওই নাবালক। সেইসময় হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ছাদের মাঝখানে থাকা প্লাস্টিকের টিনের শেডে আটকে যায় ঘুড়িটি। সেটিকে আনতে গিয়ে প্লাস্টিকের টিনের শেড ভেঙে নিচে পড়ে যায় ওই নাবালক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই নাবালকের।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ওয়ার্ড কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারি এবং ভক্তিনগর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।