অবতক খবর,৩১ জানুয়ারি: মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার শিক্ষাক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা হল। ২০১০ সালে প্রতিষ্ঠিত ঘাসিপুর জুনিয়র হাই স্কুল ২০২৫ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় হিসেবে নতুনভাবে পথচলা শুরু করল। শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণাকে স্মরণীয় করে তোলা হয়।
এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক, বহরমপুর সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুমনা প্রামাণিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভুঁইয়া, জেলা পরিষদের সদস্যা আশা খাতুন বিবি, দৌলতাবাদ অঞ্চল প্রধান নূরে সালমা খাতুন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন। বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব ছাত্র-ছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে। নৃত্য, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন জয় করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ ভুঁইয়া জানান, ২০১০ সালে যখন বিদ্যালয়টি যাত্রা শুরু করে, তখন এটি ছিল একটি জুনিয়র হাই স্কুল। সেসময় মাত্র ২ জন অতিথি শিক্ষক এবং অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিদ্যালয়টি এগিয়ে চলে। অবশেষে ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর, বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হয়।
বর্তমানে বিদ্যালয়ে মোট ৫ জন স্থায়ী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, যার মধ্যে ৩ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকা। শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে ৪২০ জন, যার মধ্যে ২০৮ জন ছাত্র ও ২১২ জন ছাত্রী। পরিকাঠামোগত দিক থেকেও বিদ্যালয়টি যথেষ্ট সুসজ্জিত। এখানে ৮টি শ্রেণিকক্ষ, ১০টি ছাত্র-ছাত্রীদের বাথরুম এবং ৩টি স্টাফদের জন্য সংরক্ষিত বাথরুম রয়েছে।
দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আগে থেকেই দৌলতাবাদ নীশিথ বরণী সিনহা হাই স্কুল, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় এবং গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা (উঃ মাঃ) ছিল। তবে, মধ্যবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চ বিদ্যালয়ের সুযোগ ছিল না। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় চালু হওয়ায় এই অঞ্চলের ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।
জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল ও সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “এই বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে উন্নীত হওয়া শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী দিনে এটি আরও বৃহৎ পরিসরে শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এই উন্নয়নে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে শুধু বিদ্যালয়ের নয়, গোটা অঞ্চলের শিক্ষাক্ষেত্রের উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হল। ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের নবযাত্রার এ মহেন্দ্রক্ষণ চিরস্মরণীয় হয়ে থাকবে।