অবতক খবর,১৭ নভেম্বর: ঘাট সংস্কার না থাকায় ক্ষোভ ছট ব্রতীদের। দীর্ঘ দুই দশক ধরে এই ভাবে পূজা করে আসছেন বিহারী সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু প্রতি বছর ঘাট সংস্কারের প্রতিশ্রুতি মিললেও কোন উদ্যোগ দেখা গেলো না স্থানীয় প্রশাসনের। এই নিয়ে ক্ষোভ উগরে দেন ওই এলাকার বাসিন্দারা। এমনি চিত্র ধরা পড়লো চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিনমাইল সুকচর ঘটে। ছট ব্রতীর জানিয়েছেন প্রায় দুই দশক ধরে তাদের পূর্ব পুরুষেরা এখানে ছট পূজা করে আসছেন। এবারেও প্রায় ১০০ থেকে ১৫০ টি পরিবার এই ঘটে পুজো করেন ।

কিন্তু সংস্কারের অভাবে ছট পূজা করতে চরম সমস্যায় পড়তে হয় ছট ব্রতীদের। এই বিষয়ে একাধিকবার ঘাট সংস্কারের বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। ফের ছট পূজার আগেই ঘাট সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। যদিও এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রুবি খাতুন বলেন প্রতি বছর অঞ্চলের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। এবারেও ঘাট সংস্কারের জন্য আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।