অবতক খবর,১২ ডিসেম্বর,গোয়ালপোখর:ঘন কুয়াশার জেরে একের পর এক দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় জখম দুই ব্যক্তি। জখমরা বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার তাজপুর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে সাহাপুরের দিক থেকে আশা একটি লরি তাজপুর এলাকায় পাঁচ থেকে ছয়টি দোকানে ঢুকে পড়ে লরিটি।

ঘটনার জেরে দোকান ঘর গুলি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় দুইজন জখম হলেও অনেকেই প্রাণে বেঁচে গেলেও কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র ও একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।