অবতক খবর :: শিলিগুড়ি :: ঘন্টা খানেক বৃষ্টির কোপে শিলিগুড়িতে অনেকজায়গাতেই জমল জল, আটকে গেলেন পথচারীরা, অনেকেই বাড়ি ফিরতে বাধ্য হলেন সঙ্গে ছাতা না থাকার ফলে। এই ঘন্টাখানেকের বৃষ্টিতে জল জমে গেল শিলিগুড়ির হাকিমপাড়া,কলেজপাড়া,সুভাষপল্লীতে আটকে গেলেন অনেকেই বৃষ্টির সাথে হালকা ঠান্ডা হাওয়া থাকায় অনেকেই সাহস করেন নি বেশী সাহসী হওয়ার।
আবহওয়া দপ্তর থেকে বলা হয়েছে এই বৃষ্টি চলবে আরো তিন থেকে চারদিন ধরে, এই বৃষ্টি চলবে গোটা উত্তরবঙ্গ জুড়েই। শিলিগুড়িতে হঠাৎ করে এই বৃষ্টি আবহওয়ার ও পরিবর্তন করেছে অনেকটাই আগের মতন ভ্যাপসা গরম আর নেই, মানুষের ভীতরের হাসফাস করা ভাবটাও কেটেছে অনেকটাই।
বৃষ্টিতে শিলিগুড়ির তাপমাত্রা এদিন নেমে আসে অনেকটাই। করোনা আতঙ্কে মানুষ এমনিতেই রাস্তায় কম চলাচল করছেন আজকের বৃষ্টি তাদের ঘরে ঢুকিয়ে দিলো অনেকটাই।