অবতক খবর,২৯ ডিসেম্বর,ইসলামপুর: দুটি বাসে রেষারেষিতে ইসলামপুর বাস টার্মিনাসে দুই বাস চালকের মধ্যে বচসা। এরপরেই চলন্ত বাসের স্টারটিং ধরে ফেললেন আরেক বাসের চালক, এতেই বিপত্তি। ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। যাত্রী প্রতিকালয়ে দাঁড়িয়ে থাকা টোটো ও যাত্রীদের পিষে দিল বাস। এই ঘটনায় এক শিশু সহ এক যুবকের মৃত্যু। ঘটনায় জখম ১০ থেকে ১২ জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস টার্মিনাসে। ঘটনায় ক্ষুব্ধ স্হানীয় বাসিন্দা রাস্তা টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পরে।
সেই ঘটনা থেকে শিক্ষা পেয়ে রবিবার সকাল থেকে তৎপর ইসলামপুর ট্রাফিক পুলিশ। রাস্তার উপর কোনো বাস, টোটো দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পাবলিক বাস টার্মিনাসের ভেতর থেকে যাত্রীরা বাসে উঠে তার পর বাস ছাড়া হচ্ছে। স্হানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে টোটো ও বাস চালকদের রেষারেষি ও দাপাদাপি দিনের দিন বেড়েই চলেছিল। শেষমেষ একটা মর্মান্তিক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর পর শেষমেষ টনক নড়ল পুলিশ প্রশাসনের। এবং আগামীদিনে এই ভাবে চললে অনেকটাই সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করছেন অনেকেই।
ঘটনার দুঃখ প্রকাশ করে রেষারেষির কথা স্বীকার করে নিয়েছেন ইসলামপুর বেসরকারি যাত্রী পরিবহন সংস্থার সেক্রেটারি বরুন দাস। এবং পুলিশ প্রশাসনের যে ভাবে আজকে তৎপরতা দেখা যাচ্ছে সেটা যাতে আগামীদিনেও থাকে। এবং চালকদের বিরুদ্ধে কঠর আইনী পদক্ষেপের দাবি তুলেছেন তিনি।