অবতক খবর,৬ জানুয়ারি: গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য, বাড়ি থেকে বেড় করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ অনুগামীদের, ইডির গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট

১৭ ঘন্টা তল্লাশি পর গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যকে। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ ১৭ ঘণ্টার ম্যারাথন তল্লাশীর পর বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যকে গ্রেফতার করলো ইডি। রাত ১২ টা ৩২ নাগাদ শংকর আঢ্যকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বের করে আনে ইডি আধিকারিকরা। শংকর আঢ্যকে ইডি বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তার অনুগামীরা, ইডির গাড়ি লক্ষ্য ইট ছোড়া হয়। ব্যাপক উত্তেজনা ছড়াতেই লাঠিচার্জ করে সিআরপিএফ জওয়ানরা। ঘটনা স্থলে পৌছায় বনগা থানার পুলিশ।

শংকর আঢ্যের গ্রেফতারী প্রসঙ্গে তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা থেকে তদন্তে সহযোগিতা করলেও রাত ১২ টা ১৫ নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলে তাকে গ্রেফতার করে। চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।