অবতক খবর,১৩ জানুয়ারি: গ্রেপ্তার হওয়ার ভয়েতে এতদিন সিআইডি তলবে ভাটপাড়া বিধায়ক পবন সিং যাচ্ছিল না বলে অভিযোগ জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এর।এর পেছনে যথেষ্টই তথ্য প্রমাণসহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোন মিথ্যা অভিযোগ নয়,আর এর পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই।

ভাটপাড়া পৌরসভার জনগনের চার কোটি টাকার টেন্ডার নিয়েও কাজ সম্পন্ন না করায় এবং সেই টাকা ফেরত না দেওয়া নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারন যে সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ সেই সংস্থার অন্যতম কর্নধার ছিলেন পবন সিং।সেকারণেই তাকে তলব করেছে সিআইডি। আর পুলিশ ডাকলে তাকে যেতেই হবে বললেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।