অবতক খবর,১৩ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:গাড়ির ধাক্কায় গত বুধবার সকালে মন্তেশ্বরের তারাশুশুনা মোর এলাকায় মৃত্যু হয়েছিল এক মোটর বাইক আরোহীর । গাড়িটিকে আটক করে পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে।

মন্তেশ্বর থানার পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মালডাঙ্গা বাজার এলাকার মোড় থেকে ধৃত গাড়ি চালক কে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃত গাড়ি চালকের নাম অভিজিৎ দেবনাথ , দুর্গাপুর বেনাচিত ি এলাকার বাসিন্দা।

ধৃত কে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
পাশাপাশি অভিযান চালিয়ে চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ক্ষেত্রনাথ দাস, মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের ফুলগ্রামের বাসিন্দ। গতকাল সন্ধ্যা বাঘাসন মোর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মদ বিক্রয় করার সময়। ধৃতের কাজ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক ও ২০লিটার চোলাই মদ ধৃত কেও আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।