অবতক খবর :: রায়গঞ্জ :: ৫ মে::   গ্রীণ জোনে দেওয়া হবে ছাড়, স্বাভাবিক হতে পারে অনেক কড়াকড়ি। নিয়মে শিথিলতা পেয়ে খুলবে দোকান, এই খবর জানতে পারার পরই সারাদিন ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে খুলে যায় অনেক দোকান বাজার। রাস্তায় যথেষ্ট সংখ্যক মানুষকে দেখা যায় ঘুরতে। নিয়মের শিথিলতা মানেই সব কিছু স্বাভাবিক নয়,অথচ গৃহবন্দী আমজনতার কাছে তা যেন খানিকটা তাই-ই। করোনা সংক্রমন রোধে এই সব কিছুই অন্তরায় হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন।

তাই সোমবার রাতেই ফের শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রায়গঞ্জ থানার পুলিশ গাড়ি মাইক লাগিয়ে প্রচার শুরু করে। ঘোষণায় বলা হয় প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না এবং নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান খোলা যাবে না। বাকি থাকেননি পুলিশ সুপার সুমিত কুমার নিজেও। নিজে রাস্তায় নামেন যাতে লকডাউন ভালো ভাবে পালন করা হয়। দিনের পাশাপাশি যাতে রাতেও লকডাউন সঠিক ভাবে পালন হয়। সরকারি যেসব নিয়ম ছিল ঠিক সেই ভাবে গুরুত্বপূর্ণ দোকান ছাড়া কোন দোকান খোলা হবে না। সামাজিক দুরত্ব বজায় রেখে জিনিস পত্র বেচা কেনা করতে হবে,মাস্ক পড়াও বাধ্যতামূলক। করোনা মুক্ত উত্তর দিনাজপুর গড়তে জেলা মানুষদের সহযোগিতা চান পুলিশ সুপার সুমিত কুমার।